খাবারে ক্ষতিকর কেমিক্যাল ও সুগন্ধি মিশিয়ে বিরিয়ানি বিক্রির অপরাধে কাচ্চি ডাইনকে আবারও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জরিমানা গুনেছে কেএফসি ও ক্যান্ডি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর জিইসির কাচ্চি ডাইন, কেএফসি ও ক্যান্ডিতে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে, কাচ্চি ডাইনের পচা-বাসি খাবার রাখা হয়েছিল ভোক্তাদের খাওয়ানোর জন্য। এছাড়া ক্ষতিকর কেমিক্যাল ও সুগন্ধি বাড়ানোর উপাদান মেশানো হয়েছিল খাবারে। এসব অপরাধে তাদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া খাবারে পাম তেলের ব্যবহার ও মেয়োনিজে মেয়াদ না থাকার অভিযোগে কেএফসি জিইসি শাখাকে ২০ হাজার এবং ক্যান্ডিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্লাহ জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জরিমানা করা এ প্রতিষ্ঠানগুলোকে আমরা নজরদারিতে রাখবো।
এর আগে গত ২৩ জানুয়ারি নোংরা পরিবেশে খাবার তৈরি, অনেকদিন ধরে খাবার ফ্রিজে সংরক্ষণসহ নানা অভিযোগে কাচ্চি ডাইনের পতেঙ্গা স্টিলমিল শাখাকে ১ লাখ টাকা জরিমানা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
ডিজে