চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন তিন দিন পিছিয়েছে। নতুন করে ১৫ অক্টোবর নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় চাকসু নির্বাচন কমিশন।
সংবাদ সম্মেলনে কমিশনের সদস্যসচিব একেএম আরিফুল হক সিদ্দিকী জানান, দুপুর ২টায় নির্বাচন কমিশনের সদস্যদের বৈঠক ছিল। এ বৈঠকে নতুন প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টর ইসমত আরা হক শপথ নেন। বৈঠকে তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় সভা হয়েছিল। এতে প্রার্থীরা প্রচারণার সময় বাড়িয়ে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, নির্বাচন হওয়ার কথা ছিল ১২ অক্টোবর।
এদিকে আগামী ১২ থেকে ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে। ১৪, ১৫ ও ১৬ অক্টোবর বন্ধ থাকবে ক্লাস।
১৯ জনের প্রার্থিতা স্থগিত
চাকসু নির্বাচনের নানা ত্রুটি-বিচ্যুতির কারণে ১৯ জনের প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দিলেও বৈধ হয়েছেন ২৩ জন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জনের মধ্যে বৈধ হয়েছেন ২১ জন। তবে যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন মনোনয়ন জমা পড়লেও কারও প্রার্থিতা বাতিল হয়নি।
খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জনের মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হয়েছে।
এছাড়া অন্যান্য প্রার্থীদের হিসেব মিলিয়ে বাতিল প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জন।
চাকসু নির্বাচনে সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী জানান, সংশোধনযোগ্য ভুল থাকলে আপিল করার সুযোগ রয়েছে এবং যাচাই-বাছাই শেষে প্রার্থিতা পুনর্বহালের সম্ভাবনা আছে। আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে।
এর আগে ১৪ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করে নির্বাচন কমিশন। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করে ১০৮৮ জন। এর মধ্যে থেকে ৪২৯ প্রার্থী মমোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে নানা ত্রুটি-বিচ্যুতির কারণে সোমবার ১৯ জনের মনোনয়নপত্র স্থগিত রাখে নির্বাচন কমিশন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে।
রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ২৬টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪২৯ জন। প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, শিবিরসহ ১১টি সংগঠন।
ডিজে