রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিংয়ের নতুন সভাপতি সেলিম, সম্পাদক রতন

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আব্দুস সাত্তার সেলিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন রতন।

সোমবার (২২ সেপ্টেম্বর) নগরীর আকবরশাহ রেল হাউজিং সোসাইটিতে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১১টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট দেন ৮৮৪ জন ভোটার।

সমবায় অফিসার পাঁচলাইশ মমতাজ বেগম বলেন, ভোটার ৮৮৪ জন, প্রার্থী ছিলেন ২৫ জন। এর মধ্যে বিভিন্ন পদে ১৯ জনকে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচনে জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আমির হোসেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

সভাপতি পদে ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম (আনারস প্রতীক) ২৮৯ ভোটে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম পাটোয়ারী (রেলগাড়ী) পান ২৪০ ভোট। সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন (দোয়াত কলম) পান ৩২১ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দিন (ফুটবল) পেয়েছেন ২০২ ভোট।

এছাড়া অন্যদের মধ্যে সহ-সভাপতি হয়েছেন ফজলুল করিম মুকুট। সদস্য (পরিচালক) পদে—এসএম শাহেদ আলী, মাহমুদুল হাসান ভূঁঞা, চৌধুরী শরাফত করিম, মো। আলী আশরাফ ভূইয়া, আমিরুজ্জামান, হাবিবুর রহমান ভূঁইয়া, মো. নিজাম উদ্দিন নয়ন, হাসান আহম্মদ খান ও মোহাম্মদ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm