চট্টগ্রামে যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর নগরীর আমানত শাহ দরগাহ শরীফের তনজিমুল মোসলেমীন এতিমখানা এ মাহফিলের আয়োজন করা হয়।
নগর যুবদলের নেতা মঈনউদ্দীন মোহাম্মদ শহীদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নগর যুবদল সাবেক সহ-সম্পাদক রুবেল চৌধুরী, সদস্য আকবর হুসাইন, নগর ছাত্রদল সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শিবলী নোমান রিফাত, হায়দার খান, রাশেদ ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী তানিম, মহানগর ছাত্রদল সদস্য এনামুল হক এনাম।
আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক এসএম রাসেল, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরশি আযিম, আরিফুল হক শাকিল, সাইফুল।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

