বনজৌরের কর্মকর্তা-কর্মচারীদের জাঁকজমক ওরিয়েন্টেশন, বোট ক্লাব শাখার উদ্বোধন ৭ ডিসেম্বর

চট্টগ্রামে বনজৌর রেস্টুরেন্টের দুটি শাখার কর্মকর্তা-কর্মচারী ও পরিচালকদের অংশগ্রহণের অরিয়েন্টেশন জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রেস্টুরেন্টের ব্যাংকোয়েট হলে এ আয়োজন করা হয়।

রেস্টুরেন্টটির জিইসি এবং চট্টগ্রাম বোট ক্লাব শাখার কর্মকর্তা-কর্মচারীরা এতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়া বনজৌর পরিবারের সকল পরিচালক ও অতিথিরাও এতে উপস্থিত ছিলেন।

দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বনজৌর পরিবারের পরিচালকবৃন্দ এবং অতিথিদের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। নতুন কর্মীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং অতিথিদের অভ্যর্থনা জানানো হয়।

পরে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। পরে বিভিন্ন ধর্মাবলম্বী কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ধর্মীয় গ্রন্থ পাঠ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বক্ষব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সরোজ কান্তি চৌধুরী। তিনি উদ্বোধনী বক্তব্যে সুস্থ ও মানবিক কর্মপরিবেশ, শৃঙ্খলা, পেশাগত সততা এবং দায়িত্বশীলতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে দুই শাখার পরিচালক, সিনিয়র কর্মকর্তা, ম্যানেজার ও নির্বাহী কর্মকর্তারা পর্যায়ক্রমে বক্তব্য দেন। তারা প্রতিষ্ঠানটির লক্ষ্য, উদ্দেশ্য, কাজের মানোন্নয়ন, পেশাগত শৃঙ্খলা ও গ্রাহকসেবার উৎকর্ষতা নিয়ে মতামত ব্যক্ত করেন। একই সঙ্গে নতুন কর্মীদের বনজৌর পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানিয়ে তাদের কর্মজীবনের সফলতা কামনা করেন।

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে কেক কাটেন দুই শাখার পরিচালক, ম্যানেজাররা।

আগামী ৭ ডিসেম্বর বনজৌর চট্টগ্রাম বোট ক্লাব শাখা অতিথি ও গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের প্রফেসর ডা. বিনয় পাল। তিনি নতুন কর্মীদের সঠিক দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল ভিত্তি তার মানুষ; নতুন কর্মীরাই ভবিষ্যতের আলোকবর্তিকা। সঠিক প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে তারাই আগামী দিনের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করে তুলবে।

এরপর বনজৌর পরিবারের কর্ণধার ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে বলেন, ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি। একটি পরিবারের মতো আন্তরিকতা, নিষ্ঠা ও দলগত চেতনার সঙ্গে কাজ করলেই বনজৌর পরিবার তার প্রতিটি লক্ষ্য অর্জনে সফল হবে।

ksrm