কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মারেফুল ইসলাম শিহাব নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ৯টায় বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব (২০) পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক গুলদী এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ বদিউল আলমের ছেলে।
নিহতের ভাই ইকবাল মোহাম্মদ সাকিব জানান, আমরা খবর পেয়ে দ্রুত মছনিয়াকাটার ঘটনাস্থলে গিয়ে দেখি, সড়কে রক্তাক্ত অবস্থায় আমার ভাই পড়ে আছে। তাকে দ্রুত পেকুয়া সদর হাসপাতালে নিয়ে আসি। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তিনি মারা যায়। ঘটনা কিভাবে হয়েছে আমরা এখনো জানি না। মোটরসাইকেলটি আমার ভাইয়ের ছিল।
পেকুয়া সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মোজাম্মেল হক বলেন, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তিনি (শিহাব) হাসপাতালে আনার আগে মারা যায়।
ডিজে