বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ছোবলে ২ জনের মৃত্যু চট্টগ্রামে

বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বাড়ছে চট্টগ্রামে। বিশেষ করে গ্রামাঞ্চলে খাল-বিল, পুকুর-ডোবা পানিতে পূর্ণ হওয়ায় নিরাপদের আশ্রয়ের জন্য বসতঘরকেই বেছে নিচ্ছে সাপ। আর এতেই বাড়ছে বিপদ, সাপের ছোবলে প্রাণ হারাচ্ছে মানুষ। মূলত বর্ষা মৌসুম সাপের প্রজননের সময় হওয়ায় চারিদিকে বিষধর সাপ দেখা যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ চট্টগ্রামের দুই উপজেলায় সাপের ছোবলে মৃত্যু হয়েছে দুই জনের। এর মধ্যে একজন কিশোরী এবং অপরজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোর।

শুক্রবার (১ আগস্ট) আনোয়ারায় ঘুমন্ত এক কিশোরীর মৃত্যু হয়েছে সাপের ছোবলে। ভোররাত আনুমানিক ২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাঈমা (১৩) স্থানীয় বক্সিমিয়াজি বাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে এবং রায়পুর গাউছিয়া হাশেমিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

নাঈমার চাচা কফিল উদ্দিন বলেন, ঘুমের মধ্যেই সম্ভবত গর্ত থেকে বেরিয়ে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। গর্ত ও আশপাশ খুঁজেও সাপটিকে পাওয়া যায়নি, তবে কামড়ের চিহ্ন দেখে বুঝতে পারি এটি বিষধর ছিল। দেরী না করে তাকে আমরা আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গতরাতে সাপের কামড়ে মৃত্যু হওয়া একজনকে আনা হয়েছিল। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে লোহাগাড়ায় সাপের ছোবলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের সরাইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ পেয়ার মিয়া।

নিহত মো। তাওসিফ (১৬) পুটিবিলা ইউনিয়নের দক্ষিণ সরাইয়া রামবিলা এলাকার মো। ইব্রাহিমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত তাওসিফ বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির উঠানে বিষধর সাপে ছোবল মারে তাকে। দ্রুত পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ৮টায় সে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজ্জাদ আমিন জানান, উপজেলার পুটিবিলা সরাইয়া এলাকার এক কিশোরকে বিষধর সাপ কাটে। পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল জানান, সাপে কাটা রোগীদের উন্নত চিকিৎসা সেবা মিলছে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখন সাপের প্রজনন মৌসুম, এলাকায় বিষধর সাপের ছড়াছড়ি। আগের দিনের লোকজন সাপে কাটলে বৈদ্য- ওঝাঁর কাছে ঝাড়ফুঁক বা চিকিৎসা নিতো। এসব অজ্ঞতার কারণে অনেক মানুষের জীবন প্রদীপ নিভে যেতো। সাপে কাটলে বৈদ্য-ওঝার কাছে নয়, যথাসময়ে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে এন্টিভেনম প্রয়োগ করলে প্রাণরক্ষা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm