চট্টগ্রামে সুবিধাবঞ্চিত মানুষের হাতে উঠলো বৈষম্যবিরোধী নেতা নিজামের ‘ঈদ উপহার’

অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর।

রোববার (৩০ মার্চ) বিকালে নগরীর ষোলশহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজাম উদ্দিনের উদ্যোগে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক মুমতাহিনা পিয়ার পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজাম উদ্দিন, মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজা, সংগঠক সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম, এমদাদুল হক, সদস্য মো খায়ের হোসেন।

বক্তারা বলেন, ঈদ উৎসব ঘিরে প্রতিটি ঘরে ঘরে নানা আয়োজন থাকলেও পর্দার আড়ালেই থেকে যায় কিছু মানুষের সুখ-দুঃখ আর প্রাপ্তি-অপ্রাপ্তির চাপা অনুভূতিগুলো। একই শহরে বসবাস করেও কেউ কেউ বিশেষ এ দিনটিতে একবেলা ভালো খাবার জোগাড় করতে ব্যর্থ হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন , আমি শুধু মানুষের পাশে থাকতে চেয়েছি; এর বেশি কিছু না। ওরা সুবিধাবঞ্চিত কিন্তু ওরা তো মানুষও। সুখ-দুঃখ, ভালো লাগা বা খারাপ লাগা ওদেরও আছে। আমি আমার সাধ্য অনুযায়ী এদের পাশে দাঁড়াতে চেয়েছি। বুকে টেনে নিতে চেয়েছি। তাদের অভাববোধকে বুঝতে চেয়েছি। আমি বিশাল কিছুই হয়ত করতে পারিনি, অন্তত কিছু মানুষের মুখে একবেলা খাবার তুলে দিতে পেরেই খুশি।

এসময় অন্যদরর মধ্যে মুনতাছির আলম মৌমিত, মো. নাবিদুল হাসান, মুনতাসির আলম, নূর নবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm