চট্টগ্রামের মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য কম্পিউটার দিলেন মীর হেলাল

চট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য কম্পিউটারসহ বেশকিছু তথ্য-প্রযুক্তি সামগ্রী দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার (২০ মে) সকালে নগরীর চট্টেশ্বরী রোডের মীর হেলালের বাসভবন থেকে এসব সামগ্রী গ্রহণ করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব জাহাঙ্গীর আলম মেহেদী এসব সামগ্রী গ্রহণ করে শুকরিয়া প্রকাশ করেন এবং সেইসঙ্গে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

এ সময় মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র কর্মকর্তা মাওলানা ইয়াসিনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে চট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধা বৃত্তি ও কৃতি ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিস্টার মীর হেলাল শিক্ষা বোর্ডের কার্যক্রম পরিচালনার জন্য তথ্য প্রযুক্তি সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm