চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের উচ্চতা প্রতিবন্ধকে একটি কাভার্ডভ্যানের ধাক্কা লেগেছে। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিল। পুলিশ এসে কাভার্ডভ্যানটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইওভারের ২ নম্বর গেট বায়েজিদ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বায়েজিদ রোডের মুখে ফ্লাইওভার উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লেগে যায়। এ ঘটনায় কাভার্ডভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফ্লাইওভারের উচ্চতা প্রতিবন্ধকের কিছু অংশ ভেঙে যায়। এ সময় ওই রোডে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় অক্সিজেন বায়েজিদ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
২০১৮ সালের জুনে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী সড়কের বেবি সুপার মার্কেট সংলগ্ন অংশ থেকে শুরু হয়ে ফ্লাইওভারের সিডিএ এভিনিউ’র সিঅ্যান্ডবি কলোনি অংশে গিয়ে যুক্ত হয়। ফ্লাইওভারের এই লুপ ব্যবহার করে বায়েজিদ বোস্তামী সড়ক ধরে আসা গাড়ি লালখানবাজারমুখি হয়ে চলাচল করে।
তবে ভারী গাড়ি চলাচল বন্ধ করতে লুপের শুরুতে লোহার কাঠামো দিয়ে প্রতিবন্ধকতা দেওয়া হয়।
সিএমপির ট্রাফিক উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শামীম হোসেন এ বিষয়ে জানান, পুলিশ গিয়ে রেকার দিয়ে কাভার্ডভ্যানটি সরিয়েছে। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
আইএমই/ডিজে