চট্টগ্রাম মহানগর দেশ রক্ষা তারেক মঞ্চ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে স্মৃতিফলক ও মিনার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) স্মৃতিফলক ও মিনারের উদ্বোধন করেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি।
আকবর শাহ, পাহাড়তলী ও খুলশী থানা যুবদল এবং ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রামের প্রথম শহীদ, ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, হৃদয় তারুয়াসহ জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে স্মৃতিফলক ও পূর্ব ফিরোজশাহ এলাকায় মিনারটি তাদের নামে উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম। বিশেষ অতিথি আকবর শাহ থানা বিএনপি সাবেক সভাপতি আবদু সাত্তার সেলিম।
উপস্থিত ছিলেন নগর যুবদল সাবেক সহ-সভাপতি নুর আহম্মদ গুড্ডু, সাবেক সহ-সভাপতি শাহেদ আকবর, সহ-সভাপতি ফজলুল হক সুমন, উত্তর পাহড়তলী ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, মিয়া হারুন, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, শাহরিয়ার জিয়া, খুলশী থানা যুবদল আহ্বায়ক হেলাল হোসেন, সাইফুল আলম রুবেল, পাহাড়তলী থানা যুবদল সদস্য সচিব শাখাওয়াত রাজু, খালেদ সাইফুল্লাহ, সেলিম উদ্দীন, গাজী ফারুক, মো. ইউনুস, মো. দিদার, নূর বক্স মিলন, মো. হানিফ, মো. ইসমাইল, মো. মহিউদ্দীন, ছাত্রদল নেতা সালাউদ্দীন সাহেদ।
এছাড়া দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ওষুধ বিতরণ করেন ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. রিজবী ইফতেখার অমি, ডা. মীর ওয়াজেদ অলী ও ডা. আশরাফুল করিম, ডা. রিফাত কামাল ও ডা. সাদিয়া এরিন।
পরে জুলাই আন্দোলনে নিহত দেশের সকল শহীদ ও আহতের জন্য কোরান খতম এবং দোয়া করা হয়।