মিরসরাই জন্মাষ্টমী পরিষদের পরিচিতি ও প্রস্তুতি সভা

চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন কমিটির পরিচিতি ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকালে মিঠাছড়া মহামায়া কালী মন্দিরে প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি লায়ন অশোক কুমার নাথ।

মিরসরাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুমন পালিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দূর্জয় দে’র সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুভাষ সরকার, মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহরলাল নাথ অভি, যোগিশীষ মিরসরাই উপজেলার সভাপতি শংকর বাবু, শিপন শর্মা।

অনুষ্ঠানে বক্তারা আগামী ১৬ আগস্ট মিরসরাই উপজেলায় জন্মাষ্টমী উৎসবকে সাড়ম্বরভাবে পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm