চট্টগ্রামে জমজমাট ‘বর্ষবরণ ও ঈদ ফেস্ট’

চট্টগ্রাম নগরে ঈদ ও নতুন বছরকে সামনে রেখে শুরু হয়েছে ‘বর্ষবরণ ও ঈদ ফেস্ট। নারী উদ্যোক্তাদের নিয়ে চতুর্থবারের মত এ মেলার আয়োজন করেছে অনলাইন গ্রুপ ‘সমৃদ্ধি’-আমরা নারী, আমরা পারি।  শুরুর প্রথমদিনেই জমে উঠেছে এ মেলা। মেলার দ্বিতীয় দিনও ছিল ক্রেতা ও দর্শনার্থীর সমাগমে জমজমাট। বিশেষ করে নারী ক্রেতাদের উপস্থিতি ছিল চোখের পড়ার মত। 

২৮ মার্চ নগরের কোতোয়ালী থানার নবাব সিরাজউদ্দৌল্লা রোড দেওয়ানবাজার এলাকার হাফিজ পার্কে শুরু হয় এ মেলা। মেলা চলবে ৩০ মার্চ মধ্যরাত পর্যন্ত। মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে রাত ১টা পর্যন্ত। মেলায় প্রবেশ সবার জন্য উন্মুক্ত।

সরেজমিন মেলা ঘুরে দেখা যায়, মেলায় দেশি-বিদেশি জামা-কাপড়, থ্রিপিস, শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট, কসমেটিক্স, জুয়েলারি, ব্যাগ, ক্যানভাস, ফুড স্টলসহ রয়েছে বাহারি সব পণ্যের সমাহার। ক্রেতারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে কেউ দেখছেন, আবার কেউ তাদের পছন্দের পণ্য কিনছেন। 

এদিকে মেলার বিভিন্ন স্টলে দেখা গেছে, বিশেষ ছাড় ও অফার দিয়ে  চলছে পণ্য বিক্রি। এসব সুবিধা লুফে নিতে স্টলে স্টলে ভিড় জমান ক্রেতারা। মেলায় ভিড় বাড়ায় বিক্রেতারা যেমন খুশি তেমনি কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারাও।

মেলার চলাকালীন ক্রেতা-দর্শনার্থীরাদের আনন্দ দিতে আয়োজন ছিল  গান, কবিতা ও নৃত্যের। ছোট-বড় যে কেউ চাইলে এতে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এছাড়া মেয়েদের জন্য মেহেদির লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে।

মেলায় অংশ নেওয়া রিভিউ স্টলের স্বত্বাধিকারী শাওন দত্ত রনি বলেন, মেলা উপলক্ষে ১ হাজার টাকা অফারে পণ্য বিক্রি করা হচ্ছে। যেমন পাঁচটা ডেনিম প্লাজো, তিনটা টি শার্ট, দুইটা পলোসহ বিভিন্ন পণ্য। এছাড়া দুই হাজির টাকার পণ্য কিনলে একটা লেডিস পার্স ব্যাগ ফ্রি। মেলা শুরুর দিন থেকে ক্রেতার উপস্থিতি ভালো। বিক্রিও ভালো হচ্ছে।

ওমেন জোনের ওনার রিমি ভট্টাচার্য বলেন, আমার স্টলে ৩৮০ টাকায় শাড়ি ও ১৫০ টাকায় ব্লাউজসহ নারীদের বিভিন্ন পণ্য বিশেষ ছাড়ে বিক্রি করছি। প্রথম দিন থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত পাব।

আয়োজক জানায়, শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে ক্রেতারা  একই ছাদের নিচে  তাদের পছন্দের কেনাকাটা করার সুবিধা রযেছে। রয়েছে বিভিন্ন পণ্যে ডিসকাউন্ট ও নানা অফার।  

মেলায় আসা ক্রেতারা জানায়, একই ছাদের নিচে সব পণ্যই কেনার সুবিধা রাখায় ভালো হয়েছে। এছাড়া বিভিন্ন অফার রাখা হয়েছে। কম দামে স্বস্তির কেনাকাটা করা যাচ্ছে। বিভিন্ন উৎসব ঘিরে এই ধরনের আয়োজন আরো বেশি বেশি হওয়া প্রয়োজন। বিশেষ করে নারীরা নিরাপদ ও ঝামেলামুক্ত কেনাকাটা করতে পারবে।

মেলার আয়োজক ও অনলাইন গ্রুপ ‘সমৃদ্ধি’র ওনার অ্যান্ড ফাউন্ডার পূজা বৈদ্য বলেন, চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের নিয়ে চতুর্থবারের মতো এ মেলার আয়োজন করেছি। মেলায় রেয়েছে নারী উদ্যোক্তাদের দেশি-বিদেশি  পণ্যের সমাহার । মেলা চলাকালীন ক্রেতারা একই ছাদের নিচে পছন্দের কেনাকাটা করতে পারবেন সাধ ও সাধ্যের মধ্যে। মেলায় প্রবেশ সকলের উন্মুক্ত। তিনদিনব্যাপী এ মেলা চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রথম দিনেই ক্রেতা ও দর্শনার্থীদের ভালোই সাড়া পেয়েছি। আশা করছি মেলার শেষ দিন পর্যন্ত আরো বেশি সাড়া পাব।  

তিনি বলেন, সমৃদ্ধির লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা। সমৃদ্ধি এ স্লোগানেই বিশ্বাস করে আমরা নারী, আমরা পারি। পরিবারের কাছে বোঝা না হয়ে আত্মনির্ভরশীল হয়ে বেঁচে থাকা। সমৃদ্ধি সবসময় পিছিয়ে পড়া নারীদের সাথেই কাজ করে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm