বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে দেশের ৪৭ জেলার প্রায় ২৯০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর অফিসার্স ক্লাবে সম্মেলনের আয়োজন করা হয়।
বাকাসস কেন্দ্রীয় এডহক কমিটির আহ্বায়ক এসএ আরিফ হোসেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলার সহ-সভাপতি নূরুল মুহাম্মদ কাদেরের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও জেলা নাজির মোহাম্মদ জামাল উদ্দিন।
তিনি বলেন, মাঠ প্রশাসনের সহকারীরা প্রশাসনের চালিকাশক্তি, অথচ তারা বছরের পর বছর অবহেলিত।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় এডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আশ্রাফুল ইসলাম। অতিথি ছিলেন আতাউর রহমান (ঢাকা), মোহাম্মদ হানিফ (কুমিল্লা), এসএম আতিয়ার রহমান (যশোর) আব্দুল বারেক মোল্লা (বরিশাল), আব্দুল মান্নান (ভোলা), এসএম জাকারিয়া (ব্রাহ্মণবাড়িয়া), মাহফুজ আলম (বরিশাল), বাবুল হোসেন (ফরিদপুর), নাহিদুল ইসলাম (সিলেট), স্বপন কুমার দাশ (চট্টগ্রাম), মো. মহসিন (শরীয়তপুর), মাহফুজুল আলম (প্রতিষ্ঠাতা সদস্য, বরিশাল) এবং সুমন (বান্দরবান)।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, ‘সূর্যের আলো নিয়ে চাঁদ আলো দেয়, তেমনি জেলা প্রশাসনের সহকারীরা সূর্যের মতো কাজ করে বলেই আমরা চাঁদের মতো জনগণের সেবায় কাজ করতে পারি। অথচ তাদের কাজের পরিধি অনুযায়ী পদোন্নতি হয় না। প্রশাসনের আটটি পদে একই ধরনের কাজ হলেও ভিন্ন নাম দিয়ে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমি এই যৌক্তিক দাবির বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করব।
বক্তারা অভিযোগ করে বলেন, একই ধরনের কাজ করেও পদবিন্যাসে বৈষম্য, বেতন কাঠামো ও পদোন্নতিতে অবিচার করা হয়েছে। ২৫-৩০ বছর চাকরি করেও পদোন্নতির সুযোগ দেওয়া হয়নি।
ডিজে