সকল ধর্মের মানুষদের নিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলবো, মতবিনিময়ে আমীর খসরু
জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয়, নগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ
কোনো ধর্মীয় বিভেদ নয়, সকল ধর্মের মানুষকে নিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর মেহেদিবাগের বাসভবনে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম উপস্থিত ছিলেন।
বিএনপি বিভাজনের রাজনীতি করে না উল্লেখ করে আমীর খসরু বলেন, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে কাজ করে। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে বসবাসরত সকলে বাংলাদেশি। কোনো ধর্মের সঙ্গে বৈষম্য করা যাবে না। তাদের সমান অধিকার নিশ্চিতে বিএনপি কাজ করে। কিন্তু গত ১৭ বছর আওয়ামী লীগ শুধু ধর্মীয় বিভাজনের রাজনীতি করেছে। তারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছেড়ে ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছে। কিন্তু দেশপ্রেমিক ছাত্র-জনতা তাদের ক্ষমতাচ্যুত করেছে। এমনকি শেখ হাসিনাকে পালাতে পর্যন্ত হয়েছে।
ধর্মীয় সংগঠনকে দলীয়করণের পক্ষে বিএনপি নয় উল্লেখ করে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ধর্মীয় সংগঠনগুলো ধর্মীয় রীতিনীতি এবং তাদের গঠনতন্ত্র অনুযায়ী চলবে। কোনো দলীয় কর্মীকে ধর্মীয় সংগঠন দখল বা হিন্দুদের বিষয়ে মাথা ঘামানোর দায়িত্ব দেওয়া হয়নি। ধর্মীয় সংগঠনের ব্যাপারে কেউ সমস্যা সৃষ্টি করলে আমরা দলীয় ব্যবস্থা নেব। হিন্দুরা তাদের সকল অনুষ্ঠান নিজেরা করবে নিজেদের মতো। ধর্মীয় উৎসব পালনে কেউ বাধা সৃষ্টি করলে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবো।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার আলোকে যে নতুন বাংলাদেশ গড়তে চান, সেখানে সকল ধর্মের মানুষের অংশগ্রহণ জরুরি। তিনি রেইনবো নেশন গড়ে তুলতে চান সকল ধর্মের মানুষের কল্যাণে। অর্থাৎ বাংলাদেশে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না। গণতন্ত্রকে সুদৃঢ় করতে হলে সকল ধর্মের মানুষের নিরাপত্তা এবং তাদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। আর বিএনপি সব সময় সকল ধর্মের মানুষের অংশগ্রহণে দেশকে এগিয়ে নিতে কাজ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, উপদেষ্টা অনিল পাল, সহ সভাপতি বিদ্যালাল শীল, সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জি, সহ সভাপতি বাবুল ঘোষ বাবুন, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, যুগ্ম সম্পাদক লায়ন রবিশংকর আচার্য্য, সিদ্ধার্থ সিধু, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি লায়ন শংকর সেনগুপ্ত, সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক রতন আচার্য্য, সাংগঠনিক সম্পাদক আশীষ চৌধুরী, সুজন দাশ, উপ অর্থ সম্পাদক সুমন ঘোষ বাদশা, উপ মহিলা সম্পাদিকা পাপড়ি দাশ, মৌসমুী দাশ, উষা আচার্য্য, উপ দপ্তর সম্পাদক বাবলু কুমার নাথ, উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সম্পদ দে, উপ গ্রন্থনা সম্পাদক দুলাল মল্লিক, উত্তর জেলা কমিটির সহ সভাপতি বাবলু কুমার দাশ, সহ সভাপতি নয়ন চৌধুরী, উত্তর জেলার সহ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাশ, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা রাসেল চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা রাজু দাশ, তপন আচার্য্য।