চট্টগ্রামের বন্দর থানায় পুলিশের ওপর হামলা ও কোপানোর ঘটনায় পলাতক থাকা মূল আসামি শাকিলকে দুই সপ্তাহ পর গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে চন্দনাইশ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শাকিলকে (২৫) আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি আফতাব উদ্দিন জানান, কর্তব্যরত পুলিশ সদস্যকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত হামলার প্রধান আসামি শাকিলকে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
গত ১১ আগস্ট রাতে নগরীর সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি ঘাট খালপাড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশ ঘটনাস্থলে যায়। সে সময় ১০–১২ জন যুবক পুলিশকে ধাওয়া করে।
অন্যরা সরে গেলেও এসআই আবু সাঈদ রানা পড়ে গেলে শাকিলসহ কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, গলা, হাত ও পেটে একের পর এক আঘাত করে গুরুতর আহত করে।
ঘটনার পর পুলিশ বাদি হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা দায়ের করে। এ মামলায় এ পর্যন্ত মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেজে/ডিজে