চট্টগ্রাম নগরে নতুন ব্রিজের কর্ণফুলী প্রান্তে ইয়াবার চালানসহ ধরা পড়েছে দুই যুবক। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
আটক দুই যুবক হলেন—মো. মুসা (৩০) ও ইমাম হোসেন (৩৪)। তারা দু’জনই কক্সবাজারের স্থায়ী বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বন্দর বিভাগের কর্ণফুলী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু সাঈদ বাকের। আরও ছিলেন ট্রাফিক সার্জেন্ট মো. আরিফ ও কর্ণফুলী থানার এসআই তানভীর।
জানা গেছে, সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেল থামানো হয়। মোটরসাইকেল চালকের পেছনে আরোহীকে সন্দেহ হয়।
তল্লাশি করে তার হাতে থাকা একটি রেইন কোর্টের ভেতরে সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ১০ প্যাকেট ইয়াবা পাওয়া যায়। যেখানে ১ হাজার ৯৭৬ পিস ইয়াবা ছিল।
টিআই আবু সাঈদ বাকের বলেন, যৌথবাহিনীর উদ্যোগে চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেলকে সিগন্যাল দিই। কাগজপত্র যাচাইয়ের সময় বাইকের পেছনে থাকা আরোহীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।