চট্টগ্রাম নগরীতে শিক্ষা বোর্ড ঘেরাও বিক্ষোভ করেছে একদল এইচএসসি পরীক্ষার্থী। করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষা দুই মাস পেছানোর দাবি জানিয়েছে তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
রোববার (২২ জুন) দুপুর একদল শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
এ সময় ‘এক দফা এক দাবি, পরীক্ষা না সুরক্ষা, সুরক্ষা সুরক্ষা’ সোগ্লান দিয়ে আন্দোলন করতে থাকে পরীক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীররা জানায়, করোনাভাইরাস ও ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে আমাদের অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে তারা প্রস্তুতি নিতে পারছেন না। এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুমকির মুখে পড়বে।
তারা আরও জানায়, আমরা যদি পরীক্ষার হলে অসুস্থ হয়ে যায়, তখন দায়ভার তো সরকার নিবে না। তাহলে কেন ওনারা আমাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে। তাই আমরা চাইছি, পরীক্ষা ২ মাস পেছানো হোক, এটা আমাদের যৌক্তিক দাবি।
শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, আজ দুপুর ১টার দিকে ২০ থেকে ২৫ জন এইচএসসি পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও করে পরীক্ষা পেছানোর দাবিতে। আমরা তাদের দাবি শুনেছি এবং শিক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছি । আমাদের একার পক্ষে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। শিক্ষা মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত। বিষয়টি জানানোর ১৫ মিনিট পর তারা চলে যায়।’
আরএ/ডিজে