পটিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু, আহত ৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় শ্যামলী পরিবহনের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে মাছবাহী ট্রাক চালকের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

নিহত ট্রাক চালকের নাম মো. মোরশেদ (২৪)। তিনি সাতকানিয়ার শীলঘাটা এলাকার মো. মোস্তাক মিয়ার ছেলে।

আহতরা হলেন—বাসযাত্রী মো. রাকিব (১৯), আরিফুল ইসলাম (৩২) মো. আলিম (৫৫) ও সার্জেন্ট আকরাম হোসেন (৫০)।

রোববার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পটিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে ও বাস ও ট্রাকের মুখোমুখি এ সংঘর্ষের ঘটেছে। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় শ্যামলী বাসের বেশকিছু যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার কারণে এসময় মহাসড়কে কিছু সময় গিাড়ি চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

পটিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জসিম বলেন, দুর্ঘটনায় ট্রাক চালক মোরশেদ নিহত হন ঘটনাস্থলেই। এছাড়া কয়েক জন আহত হয়েছেন। লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন করা হলে লাশ তাদের দিয়ে দেওয়া হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm