মিরসরাইয়ে লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন।

রোববার (২২ জুন) সকালে সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদীঘি বাজার এলাকায় ঢাকামুখি লেনে এই দুর্ঘটনা ঘটে৷

নিহতরা হলেন—খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে ড্রাম ট্রাক চালক মো. ফারুক হোসেন (৩৯) ও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৩৫) ৷

জানা গেছে, রোববার সকালে মহাসড়কের ঠাকুরদীঘি বাজারের উত্তর পাশে ঢাকামুখি লেনে দ্রুত গতির ড্রাম ট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরিতে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন।

যোগাযোগ করা হলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফুল হুদা বলেন, রোববার সকালে সড়ক দুর্ঘটনায় দুইজন ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগে তাদের মৃত্যু হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দিলে ড্রাম ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ড্রাম ট্রাক চালক ও চালকের সহকারী নিহত হন। মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং কন্টেইনারবাহী লরির চালক পলাতক রয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm