মিরসরাইয়ে তেলবাহী ভাউচার উল্টে আহত ১

চট্টগ্রামের মিরসরাইয়ে তেলবাহী ভাউচার উল্টে এক যুবক আহত হয়েছেন।

রোববার (২২ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় ঢাকামুখি লেনে এই দুর্ঘটনা ঘটে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তবে আহতের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, রোববার বিকালে মহাসড়কের ঢাকামুখি লেনে তেলবাহী একটি ভাউচার সামনে থাকা চলন্ত রোলারের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় তেলের ভাউচারটির ইঞ্জিন কেভিনে আগুন ধরে যায়। পরে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে গাড়ির ভেতর থেকে অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। তবে তার প্রকৃত পরিচয় এবং তিনি ভাউচারের চালক নাকি চালকের সহকারী, তা নিশ্চিত হওয়া যায়নি।

ক্রেন না পাওয়ায় রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দুর্ঘটনাকবলিত তেলের ভাউচারটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm