চোখের সামনে মারধর, শ্লীলতাহানির চেষ্টা: আনোয়ারায় পুলিশের সামনে তাণ্ডব

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের উপস্থিতিতে এক সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের শীলবাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় দুই নারীসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।

আহতদের মধ্যে রয়েছেন সরস্বতী শীল। তিনি ঢাকায় কর্মরত জাতীয় দৈনিক ‘ভোরের আকাশ’ পত্রিকার সিনিয়র রিপোর্টার শিপংকর শীলের মা। তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পারিবারিক প্রয়োজন মেটাতে এজমালি সম্পত্তির ওপর নির্মিত চলাচলের একটি রাস্তা সংস্কারের কাজ চলছিল। এ সময় স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে একদল লোক ঘটনাস্থলে এসে হামলা চালায়। তারা রাস্তার নির্মাণসামগ্রী পুকুরে ফেলে দেয়। বাধা দিতে গেলে সরস্বতী শীলকে মারধর এবং তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর কাপড় টেনে শ্লীলতাহানির চেষ্টা করা হয়।

সরস্বতী শীল অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতে এসব সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালালেও পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল, কোনো পদক্ষেপ নেয়নি।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন রায়পুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পংকজ শীল, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নকুল চন্দ্র শীল, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য খোকন শীল। এছাড়াও প্রকাশ শীল ও সুভাষ শীল নামে আরও দুই ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার এসআই মোমেন কান্তি দে বলেন, রাস্তাটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপক্ষ আদালতের নিষেধাজ্ঞা আনে, পরে অপর পক্ষ রাস্তা নির্মাণ করলে তারা এসে তা ভেঙে দেয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm