চট্টগ্রামে ‘সেভ দ্য নেচার অব বাংলাদেশ’র পরিচ্ছন্নতা কর্মসূচি

চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরীর বিপ্লব উদ্যানে চট্টগ্রামের ঐতিহাসিক বিপ্লব উদ্যানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে ‘Our nature our right, save the nature join the fight’ স্লোগানে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘ক্লিন সিটি গ্রিন সিটি’—একটি আদর্শ নগরীর ধারণা। বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে চট্টগ্রাম নগরীর সকল নাগরিককে পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দিতে হবে।’ যত্রতত্র ময়লা, আবর্জনা না ফেলে নির্দিষ্ট বিন ব্যবহার করার পরামর্শ দেন তিনি। এছাড়া সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার এ উদ্যোগকে স্বাগত জানান।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাকিম মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সদস্য এসএম মাসুদ, মারুফ উল ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, সালেহ নূর নাসিম, শিবলী নোমান রিফাত, সাদ্দাম হোসাইন সাজ্জাদ, লোকমান সিকদার, অ্যাডভোকেট নজরুল ইসলাম সুমন, প্রফেসর ইকবাল হোসেন সুমন, সিদ্দিকুল ইসলাম আকাশ, এসএম রাজু, অ্যাডভোকেট জিয়াউল হক সোহেল, এসএম তানভীর, নূর আলম।

সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন চৌধুরী বলেন, সেভ দ্য নেচার অব বাংলাদেশ ন্যূনতম ২০ শতাংশ নাগরিককে এই পরিচ্ছন্নতা আন্দোলনের সাথে সচেতনতার মাধ্যমে কর্মসূচির আওতায় আনতে চাই।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm