চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক বন্দি নেতার মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

নিহত কেএনএফ নেতার নাম লাল পেলেং কিং বম (২৭)। তিনি বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেল পাড়ার বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই কেএনএফ নেতার বিরুদ্ধে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, অপহরণসহ চারটি মামলা রয়েছে। তাকে ২০২৪ সালের ৯ এপ্রিল গ্রেপ্তার করা হয়। এরপর ওই বছরের ২৬ জুন বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, কারাগারের কর্ণফুলী ভবনের ১৫ নম্বর ওয়ার্ডে ছিলেন লাল পেলেং কিং বম। ওই ওয়ার্ডে আরও কয়েকজন কেএনএফ সদস্যও ছিল। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ ঘুম থেকে উঠে লাল পেলেং চিৎকার শুরু করেন। এরপর তার খিঁচুনি শুরু হয়। এ সময় কারারক্ষীরা তাকে দ্রুত কারা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকাল ৯টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়।

কিন্তু চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm