কক্সবাজার হার্ভার্ড কলেজের হোস্টেল থেকে মুনীর চৌধুরী নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকালে তার লাশ উদ্ধার করা হয়।
মুনীর চৌধুরী (২১) উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রশিদ আহমদ চৌধুরীর নাতি এবং মজিবুল হক চৌধুরীর একমাত্র সন্তান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
ডিজে