চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২২ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক ও দেশি মুদ্রাসহ আবুধাবিগামী এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে এসব মুদ্রা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আব্দুল মাজিদ। তিনি লোহাগাড়া উপজেলার কাবুলিপাড়ার বাসিন্দা। এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী ফ্লাইট জি৯-৫২১ এর যাত্রী ছিলেন তিনি।
বিমানবন্দর সূত্র জানায়, মাজিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে নিরাপত্তাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তিনি মুদ্রা বহনের কথা অস্বীকার করেননি। পরে তার দেহ তল্লাশি করে ও ব্যাগ খুলে দেখলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।
পরে আন্তর্জাতিক অ্যান্টিহাইজ্যাক কেবিন ব্যাগেজ স্ক্যানিং পয়েন্ট থেকে তাকে ডিজিএফআই কর্মকর্তার জিম্মায় কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে আসা হয়। সেখানে এভসেক, কাস্টমস, এনএসআই, ডিজিএফআই, সিআইআইডি ও বিমানবাহিনী টাস্কফোর্সের উপস্থিতিতে তার ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ৪ হাজার ৭০০ মার্কিন ডলার, ৪৭ হাজার ৮৮৫ ইউএই দিরহাম, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমানি রিয়াল এবং ৩৬ হাজার টাকা। এসব মুদ্রার বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল জানান, সরকারের রাজস্ব ফাঁকি ও বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিজে