‘পতেঙ্গা নাগরিক অধিকার ফোরাম’র আত্মপ্রকাশ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘পতেঙ্গা নাগরিক অধিকার ফোরাম’।

রোববার (২৭ জুলাই) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পতেঙ্গা কাঠগড় ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা হাজী মো. ইদ্রিসের সভাপতিত্বে এক আলোচনা সভায় সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।

আগামীতে পতেঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবিগুলোর মধ্যে—সরকারি হাসপাতাল, ওয়াসার সুপেয় পানি, বহুতল ভবনের অনুমতি, বয়েজ কলেজ, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, কন্টেইনার ডিপোর সৃষ্টি যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত, অবৈধ পার্কিংমুক্ত করার পাশাপাশি ফায়ার সার্ভিস স্টেশন, খেলার মাঠ, গণশৌচাগার, পরিবেশ সুরক্ষার,সাংস্কৃতিক ঐতিহ্য,স্বাস্থ্য ও কারিগরি শিক্ষা, মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি পতেঙ্গা সমুদ্র সৈকতকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করবে সংগঠনটি।

আলোচনা সভায় পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের কার্যক্রমকে আরও বেগবান করতে হাজী মুজিবুল হক কোম্পানিকে আহ্বায়ক, সাইফুদ্দিন মো. খালেদকে সিনিয়র-যুগ্ম আহ্বায়ক ও নাজমুল হুদাকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটিতে আগামী এক সপ্তাহের মধ্যে ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করতে বলা হয়।

সভায় এলাকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিদের নিয়ে আগামী ৯০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ঘোষণা দেওয়া হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm