চট্টগ্রামের চন্দনাইশে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল ৩টায় চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে এ বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলার গাছবাড়িয়া পি পি এস মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী।
উদ্বোধক ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইকরামুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, গাছবাড়িয়া পি পি এস উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নুরুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল মাবুদ মাহাবু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম জসিম উদ্দীন চৌধুরী মিন্টু, প্রধান শিক্ষক উত্তম কুমার দেব, চন্দনাইশ প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. তৌফিক আলম চৌধুরী, অর্থ সস্পাদক মো. আমানত হোসেন, দপ্তর সম্পাদক গৌতম কান্তি দাশ, সদস্য মো. লোকমান হাকিম এবং শিক্ষক যথাক্রমে অরুণ কান্তি দাশ, কৃষ্ণ পদ চক্রবর্তী, নুসরাত হাসমিনা হক চৌধুরী, তারেক হোসেন ও ইসিতা দাশ।
প্রধান অতিথি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপস্থিত সকলকে ভিটাবাড়ির খালি জায়গায় একটি করে বৃক্ষরোপণ করার জন্য আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল ও সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম।
ডিজে