আরব আমিরাতের দুবাইয়ে প্রায় ১২০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পাচারকৃত অর্থে দুবাইয়ে ২২৬টি ফ্ল্যাট কেনা, ব্যবসা ও প্রতিষ্ঠান স্থাপন এবং ব্যাংক হিসাব পরিচালনার প্রমাণ পেয়েছে সংস্থাটি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক বিজ্ঞপ্তিতে জানান, অনুসন্ধানে দেখা যায় ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাইফুজ্জামান চৌধুরী দুবাইয়ের আল বর্ষা দক্ষিণ, বারশা, থানিয়া, জাদ্দাফ, বুর্জ খলিফা, জাবেল আলী, মার্সা দুবাইসহ বিভিন্ন এলাকায় মোট ২২৬টি ফ্ল্যাট ক্রয় করেছেন।
এসব সম্পত্তির মূল্য ৩৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ১৬৮ দিরহাম। এছাড়া তার স্ত্রী রুকমীলা জামানের নামে আল বর্ষা এলাকায় আরও দুটি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে, যার মূল্য ২২ লাখ ৫০ হাজার ৩৬৯ দিরহাম।
এছাড়া তাদের নামে দুবাই ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক ও ফার্স্ট আবুধাবি ব্যাংকসহ চারটি ব্যাংক হিসাব শনাক্ত হয়েছে। এসব হিসাবে দিরহাম ও মার্কিন ডলারের লেনদেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১১ কোটি ২৬ লাখ টাকার সমান।
পাশাপাশি দুবাইয়ের রাস আল খাইমাহ অর্থনৈতিক অঞ্চলে তারা জেবা ট্রেডিং এফজেডই এবং র্যাপিড র্যাপ্টর এফজেডই নামে দুটি ব্যবসায় প্রতিষ্ঠানও নিবন্ধন ও পরিচালনা করেছেন।
সিআইডি জানিয়েছে, বিদেশে সম্পদ ক্রয় বা কোম্পানি নিবন্ধনের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতি নেননি সাইফুজ্জামান। ফলে তার এই সম্পদ অর্জন ও অর্থ লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধিত ২০১৫) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতয়ালী থানায় সিআইডি বাদী হয়ে সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামানসহ অজ্ঞাতনামা ৫–৭ জনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করে।
অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
জেজে/ডিজে