নাইক্ষ্যংছড়ি সীমান্তের আবারও মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার এক যুবকের বাম পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবক হলেন কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার সাবের মিয়ার ছেলে ওমর মিয়া (২৫)।

বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে জারুলিয়াছড়ি বিওপির ৪৬ ও ৪৭ পিলারে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মাসরুরুল হক বলেন, মাইন বিস্ফোরণে একজন আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্তে গরু ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ওমর মিয়া। সীমান্ত দিয়ে প্রায় সময় গরু ও মাদক আনা-নেওয়া করতেন তিনি। বুধবার সকালে সীমান্তে চোরাই পণ্য আনতে গেলে আরাকান আর্মির পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে তার পায়ের গোড়ালির নিচের অংশ উড়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যায়। সেখান থেকে কক্সবাজার হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।

ধারণা করা হচ্ছে, মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি ও সামরিক জান্তার চলমান সংঘর্ষের কারনে সীমান্তের বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রেখেছে আরাকান আর্মি।

এর আগে গত ২২ জুন নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে এক বছরে স্থল মাইন বিস্ফোরণে অন্তত ১০ জনের অধিক মানুষের পা বিচ্ছিন্নসহ গুরুতর আহত হয়েছেন।

এছাড়া ২৩ জুন সোমবার বিকালে ঘুমধুম সীমান্তের ৩৫ নম্বর পিলারের কাছে চাকমা কাটা এলাকায় মাইন বিস্ফোরণে তংচংগ্যা নামে এক মিয়ানমার নাগরিক গুরুতর আহত হন। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের মিডাক গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm