বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত নারীর নাম লাকি সিং (২৪)। তিনি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা ও সুমং কারবারির মেয়ে।
সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় মিয়ানমার সীমান্তসংলগ্ন নিকুছড়ি এলাকার জঙ্গলে বাঁশকোড়ল আনতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ৪২ ও ৪৩ নম্বর পিলারের মাঝামাঝি মিয়ানমারের রাখাইন অংশে বাঁশকোড়ল কুড়াতে গেলে স্থলমাইনে পা দেন লাকি। এ সময় সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। শব্দ শুনে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন। গত বছরের ডিসেম্বর থেকে ঘুমধুম সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইন রাজ্যের কিছু এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।
গত জুলাই মাসে চারটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে নাইক্ষ্যংছড়ি সীমান্তে। এসব ঘটনায় এক কিশোরসহ চারজনের পা বিচ্ছিন্ন হয়েছে। চলতি বছরে সীমান্তের দোছড়ি, ঘুমধুম ও সদর ইউনিয়নে স্থলমাইন বিস্ফোরণে কিশোরসহ অন্তত ১১ জনের পা বিচ্ছিন্ন হয়েছে।
ডিজে