প্রতি ১০ জনের ৯ জনই শরীরে হেপাটাইটিস ’বি’র উপস্থিতি সম্পর্কে জানেন না

দেশে হেপাটাইটিসে আক্রান্ত ১ কোটি মানুষ এরমধ্যে শতকরা ৩.৫ শতাংশ গর্ভবতী মা। একইসঙ্গে হেপাটাইটিস বি-তে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ লাখ। দুঃখজনক হলেও সত্যি তাদের মধ্যে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই নিজের শরীরে এই রোগের উপস্থিতি সম্পর্কে জানেন না। বিশ্বব্যাপী লিভার ক্যান্সারের প্রধান কারণ হেপাটাইটিস বি ও সি। প্রতি বছর প্রায় ২২ হাজার মানুষ হেপাটাইটিস জনিত রোগে মারা যায়। ভাইরাল হেপাটাইটিস বর্তমান বিশ্বের একটি অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। বিশ্বের প্রায় ৩২ কোটি লোক হেপাটাইটিস রোগে আক্রান্ত। সারাবিশ্বে প্রতিবছর প্রায় ১৩ লাখ লোক ভাইরাল হেপাটাইটিসে মারা যায়। লিভার ক্যান্সারে মারা যাওয়া প্রতি ৩ জনের ২ জনই হেপাটাইটিস ‘বি’ বা ‘সি’-তে আক্রান্ত হয়ে থাকেন।

প্রতি ১০ জনের ৯ জনই শরীরে হেপাটাইটিস ’বি’র উপস্থিতি সম্পর্কে জানেন না 1

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে চট্টগ্রামের লিভার কেয়ার সোসাইটির আয়োজনে ২৮ জুলাই, সোমবার সকালে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ কনভেনশন হলে সচেতনতামূলক সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং লিভার কেয়ার সোসাইটির সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদ এতথ্য তুলে ধরেন।

এসময় ডা. আবদুল্লাহ আল মাহমুদ সকলকে স্বাস্থ্য সচেতন হয়ে সঠিক ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে কোনো রকম অপচিকিৎসা বা কুচিকিৎসা না করে এবং হেপাটাইটিস ‘বি’ টিকাদানের মাধ্যমে হেপাটাইটিসকে রুখে দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী বলেন, সচেতনতার মাধ্যমে জটিল, দীর্ঘমেয়াদি এবং ব্যটয়বহুল লিভারের রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম সচেতনতা তৈরি এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদানে লিভার কেয়ার সোসাইটির কার্যক্রমের প্রশংসা করেন ।

শুভেচ্ছা বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মুহিতুল ইসলাম হেপাটাইটিস প্রতিরোধে শুদ্ধ জীবনাচরণ এবং স্বাস্থ্য সচেতনতার বিষয়ে গুরুত্বারোপ করেন ।

চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং লিভার কেয়ার সোসাইটির সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. তারেক শামসের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রামের প্রায় তিন শতাধিক হেপাটাইটিস রোগী ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে ১০ জন রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ এবং র ্যাফেল ড্রয়ের পুরস্কার তুলেন দেওয়া হয়। সভাশেষে একটি সচেতনতামূলক র্যা লি অনুষ্ঠিত হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm