পটিয়ায় আমীর ভান্ডার দরবারে ঈদে মিলাদুন্নবীতে ১২ দিনব্যাপী সালাওয়াতে রাসুল মাহফিল

চট্টগ্রামের পটিয়া আমীর ভান্ডার দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১২ দিনব্যাপী ২৩তম খতমে সালাওয়াতে রাসুল মাহফিলের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে দরবার প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী।

প্রধান অতিথি এম এয়াকুব আলী বলেন, রাসুলুল্লাহ (সা.) এর জীবন আমাদের জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। দুনিয়ার শান্তি, সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় তার আদর্শকে ধারণ করতে হবে। রাসুলুল্লার জীবনাদর্শ আমাদের রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারলেই আমাদের প্রাত্যহিক জীবনে শান্তির অবারিত ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে ইসলামি শিক্ষা ও সঠিক নৈতিকতায় গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) এর জীবন মানবতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে তার আদর্শে ফিরে আসতে হবে। তরুণ সমাজকে ইসলামি শিক্ষা ও নৈতিকতায় গড়ে তুলতে পারলেই জাতি সঠিক দিকনির্দেশনা পাবে।

শাহসুফি সৈয়দ মুহাম্মদ সিরাজুল মোস্তফা আমিরীর সভাপতিত্বে মাহফিলে আলোচক হিসেবে তকরির পেশ করেন আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আলকাদেরী, মাওলানা মোস্তাক আহমদ বিপ্লবী, মাওলানা কাজী আহমদ উল্লাহ কাদেরী, শাহজাদা মাওলানা সৈয়দ আমির উদ্দিন আমিরী, আহমদ উল্লাহ ত্বকী ও মুহাম্মদ আবু হুরায়রা হামীম।

মাহফিলে আলোচকগণ তাদের তকরিরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ, সহিষ্ণুতা, দয়া, মানবসেবার দৃষ্টান্ত এবং বর্তমান সমাজে তা অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, এলডিপি নেতা আবদুর রশিদ, জাহেদুল হক, গণতান্ত্রিক যুবদল পটিয়া পৌরসভার আহবায়ক দিদারুল আলম, সদস্য সচিব নুরুল আলম, গণতান্ত্রিক ছাত্রদল পটিয়া পৌরসভার আহ্বায়ক রাকিব চৌধুরী।

রাত ১টায় মাহফিলে দেশের শান্তি, উন্নতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm