চট্টগ্রাম বন্দরে একদিনে তিনজন ধরা: বিদেশ পালাতে চাইলেন, চুরি করতেও এলেন
মৃত মামার পরিচয়েও ঢুকলেন এক যুবক
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বলয় ভেদ করে একদিনে তিন অনুপ্রবেশকারী আটকের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে । কেউ বিদেশ পালাতে চেয়েছেন, কেউ এসেছেন চুরির পরিকল্পনা নিয়ে, আরেকজন ঢুকেছেন মৃত মামার পাস ব্যবহার করে। সকাল থেকে দুপুর পর্যন্ত তিন ভিন্ন ঘটনায় ধরা পড়া এরা এখন বন্দর থানায়।
বুধবার (২৭ আগস্ট) তিনজনকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়।
আটক তিনজন হলেন—গোপালগঞ্জের মাকসুদপুরের বোয়ালিয়ার শেখবাড়ির টুকু শেখের ছেলে মো. মাহফুজ শেখ, নোয়াখালীর সেনবাগের গোপালপুরের মো. হানিফের ছেলে মো. আবুল খায়ের ও খাগড়াছড়ির মানিকছড়ির মহামুনি পাড়ার মো. রফিকুল ইসলামের ছেলে মেহেদি হাসান লাবলু।
বন্দর সূত্রে জানা গেছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) চট্টগ্রাম বন্দর। এখানে পাশ ছাড়া অবৈধভাবে অনুপ্রবেশ করা যায় না। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরার সময় মো. মাহফুজ শেখকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিদেশগামী জাহাজে অবৈধভাবে ঢুকে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বন্দরে প্রবেশ করেছিলেন তিনি। তার কাছ থেকে একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, খাবারসহ একটি ব্যাগ উদ্ধার করা হয়।
এছাড়া ভোররাতে বন্দরের ১ নম্বর গেটে গাড়ির নিচ দিয়ে মালামাল চুরির উদ্দেশ্যে ঢুকে পড়েন মো. আবুল খায়ের।
এরপর দুপুর সোয়া ২টার দিকে জিসিবি-২ নম্বর গেট দিয়ে মেহেদি হাসান লাবলুকে আটক করা হয়। তার ব্যবহৃত প্রবেশ পাসটি তার মৃত মামা শফিকুল ইসলামের নামে ছিল।
ডিজে