চট্টগ্রামের পটিয়া ওকন্যারা তৈয়্যবীয়া ছৈয়্যদীয়া খানবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সার্বিক সহযোগিতায় ছিল ওকন্যারা মানব কল্যাণ সংস্থা।
শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ওকন্যারা এলাকায় খানবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মো. সোলাইমানের সভাপতিত্বে ও মাওলানা ইসমাইল খান আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় উদ্বোধক ছিলেন মসজিদের মোতোয়াল্লি আলী আকবর খান।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, গাউসিয়া কমিটি বড়লিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাকিব, শেখ মফিজ আহমদ।
আরও বক্তব্য রাখেন কায়ছার হামিদ খান, কফিল উদ্দিন খান, আবদুল হান্নান, আবদুল আলিম, আবদুল গনী সওদাগর, জয়নাল আবেদীন খান, আলমগীর খান, শাহাদাত হোসেন খান, আবদুল মোনাফ, শওকত আলম খান রুবেল, সাইফুদ্দীন খান রিপন।
প্রধান অতিথি এম এয়াকুব আলী বলেন, মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা নিয়ে আমাদেরকে আগামী দিনের জীবন পরিচালনা করতে হবে।
ডিজে