ফটিকছড়ি জন্মাষ্টমী উদযাপন পরিষদের মতবিনিময় ও প্রস্তুতি সভা

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ ফটিকছড়ি শাখার উদ্যোগে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ফটিকছড়ি জন্মাষ্টমী উদযাপন পরিষদের মতবিনিময় ও প্রস্তুতি সভা 1

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ফটিকছড়ির কেন্দ্রীয় দুর্গা মন্দির (সেবাখোলা) প্রাঙ্গণে লিখন চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মিহির চক্রবর্তী।

ফটিকছড়ি জন্মাষ্টমী উদযাপন পরিষদের মতবিনিময় ও প্রস্তুতি সভা 2

এতে প্রধান আলোচক ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি লায়ন অশোক কুমার নাথ।

ফটিকছড়ি জন্মাষ্টমী উদযাপন পরিষদের মতবিনিময় ও প্রস্তুতি সভা 3

রবিন দাসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযান পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, বিশেষ অতিথি জুয়েল চক্রবর্তী, ধর্মীয় বক্তা সিদ্ধরসীক দাস শ্রী, উজ্জ্বল ব্রহ্মচারী, অধ্যাপক দয়াল কুমার রায়, প্রকৌশলী কাজল শীল, অ্যাডভোকেট মিহির কান্তি দে, বাগিশিক ফটিকছড়ি সভাপতি মানস চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন কুমার।

উপস্থিত ছিলেন সুপ্রিয় দেবী, রনজিত কুমার শীল, রুপম ভৌমিক, প্রতাপ রায়, বাবু বাচ্চু ঘোষ, বিপ্লব দে, জয়পদ চন্দ, প্রদীপ রায়, পলাশ শীল, ভগিরঞ্জন নাথ, ডা. জয়ন্তু দাস জেকি, রুপন শীল, ইমন দেব, মিঠুন রায়, নান্টু কুমার দাস, সজীব দে, উজ্জ্বল দে, জুয়েল মনি পাল, নিউটন পাল, লিটন দে, সৌরভ পাল, পলাশ নাথ, দুর্জয় পাল, সবুজ দে, মিন্টু চন্দ্র নাথ, চন্দন চক্রবর্তী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm