বনাঞ্চলের ছড়ায় অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ, ভেঙে দিলো বনবিভাগ

কক্সবাজারের উখিয়ায় বনাঞ্চলের ছড়ার পানিতে বাঁধ দিয়ে মাছ চাষ করছিল একটি চক্র। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা অবৈধ বাঁধ ভেঙে দিয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোছড়ি বিটের হরিণমারা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি মৃত ফরিদ আলমের ছেলে। তবে একাজে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে বনবিভাগ।

বন বিভাগের কর্মকর্তা এমদাদুল হাসান রনি জানান, খুরুইল্লাঝিরি ও হরিণমারা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র ছড়ার পানিপ্রবাহ আটকে দিয়ে মাছ চাষ করছিল। এতে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছিল। বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পানির স্বাভাবিক প্রবাহও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সংরক্ষিত বনাঞ্চলের কোনো প্রাকৃতিক সম্পদ দখল বা ক্ষতিসাধনের সুযোগ কাউকেই দেওয়া হবে না। পরিবেশ ও বনের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

তিনি বলেন, পাহাড়ি ছড়া ও ঝিরি দেশের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রাকৃতিক পানির উৎসকে বাধাগ্রস্ত করলে স্থানীয় পরিবেশের উপর ভয়াবহ প্রভাব পড়ে, যা শেষ পর্যন্ত বনাঞ্চল ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।

এএইচ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm