বন্দরে পুলিশ ফাঁড়ি ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪

চট্টগ্রামের বন্দরে পুলিশ ফাঁড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে থানার গোসাইলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

তিনি জানান, গ্রেপ্তাররা হলেন—গিয়াস উদ্দিন চৌধুরী রুবেল (৪২), রিয়াজ উদ্দিন চৌধুরী জুয়েল (৩৯), রাকিব (২৮) এবং মো. রিদওয়ান (৩৬)।

তিনি আরও জানান, পুলিশ ফাঁড়ি ভাঙচুর ও লুটপাটে সরাসরি জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm