মাদারবাড়ির ‘এস কে ফুডস’র পাউরুটিতে নোংরা কাগজ, নেই মেয়াদও

নোংরা পরিবেশ হালিশহরের ‘মদিনা বেকারিতে’

চট্টগ্রাম নগরীর হালিশহরের ‘মদিনা বেকারি’ ও মাদারবাড়ির ‘এস কে ফুডস’ নামে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করছিল প্রতিষ্ঠান দুটি।

বৃহস্পতিবার (২৯ মে) এ অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

জানা গেছে, মাদারবাড়ির ‘এস কে ফুডস’ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য প্রস্তুত করে আসছিল। নোংরা কাগজ দিয়ে মোড়ানো ছিল পাউরুটি ও মেয়াদবিহীন। এজন্য তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হালিশহরের ‘মদিনা বেকারি অ্যান্ড কনফেকশনারি’ নামের প্রতিষ্ঠানেও একই অনিয়ম পাওয়ায় জরিমানা করা হয় ১৫ হাজার টাকা।

প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm