মিমি সুপারে দুই প্রতিষ্ঠানের প্রতারণা, দেশি পোশাক ‘বিদেশি’ বলে চড়া দামে বিক্রি

চট্টগ্রাম নগরীর মিমি সুপার মার্কেটে দেশীয় তৈরি পোশাক বিদেশি বলে বিক্রি করে আসছিল ‘ইএলই’ ও ‘আকর্ষণ’ নামে দুই প্রতিষ্ঠান। এমন প্রতারণার দায়ে তাদের ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ মার্চ) নগরীর পাঁচলাইশের মিমি সুপার মার্কেটে এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।

জানা গেছে, মিমি সুপার মার্কেটে ‘আকর্ষণ’ ও ‘ইএলই’ নামে প্রতিষ্ঠান দুটি বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পোশাক ‘বিদেশি’ বলে বিক্রি করছিল। ভ্রাম্যমাণ আদালত উচ্চমূল্যের পোশাকের ক্রয় ভাউচার দেখাতে বললেও দেখাতে পারেনি তারা। পরে ভোক্তার সঙ্গে প্রতারণা করে দেশি পোশাক বিক্রি করার অপরাধে ‘ইএলই’-কে ৫০ হাজার ও ‘আকর্ষণ’-কে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

একই অভিযানে ‘মিসেস সাথী স্টোর’ নামে প্রতিষ্ঠানে অনুমোদনহীন প্রসাধনীসামগ্রী বিক্রি করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মিমি সুপার মার্কেট সংলগ্ন ইফতার বাজারে ইঁদুরের গন্ধযুক্ত পরিবেশ এবং দুগ্ধজাত খাদ্যে মেয়াদ না থাকায় তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, দেশি কাপড় বিদেশি বলে বলে বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm