শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতার চর্চা জরুরি, শ্যামাসুন্দরী স্কুলের অনুষ্ঠানে বললেন মীর হেলাল

চট্টগ্রামের হাটহাজারীর দক্ষিণ মাদার্শা শ্যামাসুন্দরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, “কোনো ভালো কাজ বা উদ্যোগ অর্থের অভাবে থেমে থাকে না। প্রয়োজন কেবল আন্তরিকতা, চেষ্টা আর সঠিক পরিকল্পনা।”

তিনি বলেন, শিক্ষার্থীদের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সে অনুযায়ী অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ঘটিয়ে এগিয়ে যেতে হবে। “হাটহাজারীর মতো জায়গা থেকে অতীতে অনেক বিশ্বখ্যাত মানুষ তৈরি হয়েছে। এই বিদ্যালয় থেকেও আন্তর্জাতিক মানের নেতৃত্ব তৈরি হোক— এটাই আমাদের প্রত্যাশা।”

বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “নারী শিক্ষার অগ্রগতিতে তাঁর অবদান বিশ্বে স্বীকৃত। আমরা চাই, এই বিদ্যালয় থেকে এমন নারী বেরিয়ে আসুক, যিনি সমাজ ও দেশকে নেতৃত্ব দিতে পারবেন।”

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে মীর হেলাল বলেন, “গত ১৭ বছরে যারা তথাকথিত শিক্ষিত হয়ে ক্ষমতায় এসেছে, তারা মানবিকতা হারিয়েছে। ভবিষ্যতে যেন এমন ‘শিক্ষিত অমানুষ’ আর তৈরি না হয়, সেজন্য সমাজকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জানে আলম জিতু এবং সঞ্চালনায় ছিলেন কমিটির সদস্য সাদাত চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. জামাল উদ্দিন, দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজাহান বাদশা, অ্যাডভোকেট রিদোয়ান, আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. কামাল উদ্দিন, কুয়াইশ বুডিশ্চর স্কুলের সভাপতি আকবর আলী, ও বুডিশ্চর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মোজাম্মেল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির রাজীব জাফর চৌধুরী, আমিনুল ইসলাম, উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, ও মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm