আগামী ১ আগস্ট থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য চালু হচ্ছে ‘ডে কেয়ার’ সার্জারি কার্যক্রম শিশু সার্জারি বিভাগে ‘সকালে অপারেশন, বিকালে ছুটি’ শ্লোগানে এ কার্যক্রমের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। শিশু সার্জারি বিভাগের উদ্যোগে এবং এনেসথেশিয়া বিভাগের সার্বিক সহযোগিতায় এটি চলবে।
প্রতি মাসের প্রথম সপ্তাহের রোববার, দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার ও তৃতীয় সপ্তাহের বৃহস্পতিবার শিশু সার্জারি বিভাগের বহির্বিভাগে যোগাযোগের মাধ্যমে এই অপারেশন করা হবে।
শিশুদের অপারেশনগুলোর মধ্যে—খৎনা, হার্নিয়া-একশিরা, হাইড্রোসিল, জন্মগতভাবে অন্ডকোষ সমস্যা, পায়ুপথের পলিপ, মলদ্বার বের হওয়া, জন্মগতভাবে নাভির সমস্যা, শরীরের যেকোনো টিউমার, জিহবার জন্মগত সমস্যা, রক্তনালীর টিউমার, গলা ও কানের সামনে থেকে রক্ত বা পুঁজ বের হওয়াসহ বিভিন্ন জন্মগত ত্রুটির অপারেশন করা হবে।
চট্টগ্রাম মেডিকেলের এনেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন উর রশিদ জানান, হাসপাতালে শিশু সার্জারি ও সাধারণ সার্জারির চাহিদা বেশি। তাই শিশুদের কথা চিন্তা করে ‘সকালে অপারেশন, বিকালে ছুটি’ শীর্ষক প্রতিপাদ্যে এ কার্যক্রম শুরু করা হচ্ছে।
তিনি আরও জানান, এ উদ্যোগের মাধ্যমে শিশু সার্জারির রোগীদের ভোগান্তি কমবে। তারা দ্রুত চিকিৎসা পাবে।
হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. মো. গোলাম হাবিব জানান, হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ। ফলে অনেক শিশু রোগীকে ঠিক সময়ে অপারেশন করা সম্ভব হয় না। এখন এনেসথেশিয়া বিভাগের সহযোগিতায় দুটি টেবিল স্থাপন করে নতুন সেবাটি চালু করা হচ্ছে। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ। তবে এনেসথেশিয়ালিস্ট সংকট আছে।
ডিজে