ব্যাটারিচালিত রিকশা চালানোর পাশাপাশি তক্ষক পাচারের ব্যবসা করতেন বেলাল। তার তক্ষক কেনার আগ্রহ দেখে একটি প্রতারক চক্রের সঙ্গে পরিচয় করিয়ে দেন তৌহিদ। কিন্তু প্রতারণার শিকার হয়েছে, এমনটি বুঝতে পারার পর তৌহিদকে মারধর করেন বেলাল। সেই থেকে এ ঘটনার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন তৌহিদ। পরিকল্পনা অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারি রাতে বেলালকে নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতামারা চা বাগানে যান। সেখানে চোলাই মদ খাইয়ে ছুরি দিয়ে গলাকেটে তাকে খুন করেন তৌহিদ। তারপর রিকশা থেকে ব্যাটারি খুলে বিক্রি করে দেন ফেনীর একটি দোকানে। পরে রিকশা নারায়ণগঞ্জ রেখে পালিয়ে যান।
ফটিকছড়ির ভূজপুরের চা বাগানে ব্যাটারিচালিত রিকশাচালক বেলাল খুনের ঘটনায় তিন মাস পর তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব তথ্য জানিয়েছে তৌহিদ।
শনিবার (২৬ জুলাই) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মূলত তক্ষক নিয়ে ব্যবসার দ্বন্দ্ব থেকে এ খুন করা হয়। আসামিকে গ্রেপ্তারের পর টানা তিনদিন অভিযান চালিয়ে নিহতের মোবাইল ও ছিনতাই করা ব্যাটারিচালিত রিকশার ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। তৌহিদুল ইসলাম ওরফে বানিয়াকে (২৪) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল তালতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গত ২৭ ফেব্রুয়ারি ভূজপুর থানার নিউ দাঁতমারা চা বাগানের ভেতর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করার পর নিহতের স্ত্রী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
ভূজপুর থানা পুলিশ জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
ডিজে