মাইলস্টোনে নিহতদের স্মরণে নগর সাংস্কৃতিক দলের দোয়া মাহফিল

ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণে ও আহতদের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া মাহফিলে সুরা ফাতেহা ও এখলাস দরুদ পাঠ করা হয়। একইসঙ্গে মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

রোববার (২৭ জুলাই) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রাম লালদীঘির সংগঠনের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক কাজী মাওলানা জাহাঙ্গীর আলম হেলালী।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য গবেষণা সম্পাদক, তারেক রহমান রাজনৈতিক দর্শন গবেষণা পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান আলমগীর নূর, সাংস্কৃতিক দলের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন সিকদার, সাংস্কৃতিক দলের সাবেক সভাপতি, এপিপি অ্যাডভোকেট আবু তাহের, সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন, সাংস্কৃতিক দলের নেতা আব্দুস শুক্কুর, শ্রমিক নেতা মমতাজ সরদার, মো. ইউসুফ, মোহাম্মদ আলমগীর।

এ সময় মহান আল্লাহর দরবারে দোয়া করেন মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm