স্বাধীন বাংলা ফুটবল একাডেমির পূর্ণাঙ্গ কমিটি গঠন

চট্টগ্রামের ফুটবল উন্নয়ন ও প্রশিক্ষণমূলক সংগঠন ‘স্বাধীন বাংলা ফুটবল একাডেমি’র উপদেষ্টা কমিটি, গভর্নিং বডি ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর কল্পলোক আবাসিক এলাকায় একাডেমির কার্যালয়ে একাডেমির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান শিবলী নোমান রিফাত এবং সঞ্চালনায় ছিলেন সভাপতি আসিফ নেওয়াজ বাবু ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মামুন।

সভায় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীরকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্যের উপদেষ্টা কমিটি, ক্রীড়া সংগঠক শিবলী নোমান রিফাতকে চেয়ারম্যান করে ৯ সদস্যের গভর্নিং বডি এবং ক্রীড়া সংগঠক আসিফ নেওয়াজ বাবুকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিক মামুনকে সাধারণ সম্পাদক করে স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রামের ২১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

উপদেষ্টা কমিটির অন্যদের সদস্যদের মধ্যে রয়েছে ক্রীড়া সংগঠক শোয়াইব রিয়াদ, তুহিন রায়, ড. মুহাম্মদ সানাউল্লাহ, নাসির উদ্দিন, চেনা মং, আকবর হোসেন, ওয়ালিউ ইসলাম, ওমর হাসান, রবিউল ইসলাম।

গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান হয়েছেন রিফাত আমীন, ইকবাল করিম, সদস্য সচিব হায়দার খান, পরিচালক সদস্যদের রায়হান কায়েস,আলীফ উদ্দিন রুবেল, রাশেদুল মাহমুদ শাহ, মিজানুর রহমান, মিরাজ উদ্দিন, হোসাইন ইমাম, মিজানুর রহমান, মোহাম্মদ মহসিন, ইয়াসির পাহলভি।

কার্যকরী কমিটির সহ-সভাপতি হয়েছেন আরিফুর রহমান, রোটারেক্ট আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ সুমন চৌধুরী। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন তাইফুর জুনায়েদ তানিম, ইমরান লিটন, ওয়াহিদুল অনিক, ফয়েজ আলী, মঈনুদ্দিন খালেদ মাসুদ, আরিফুল হক শাকিল, নাজমুল হুদা, জাবেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, মইনুল হাসান, হেফাজ উদ্দিন, শাহরিয়ার নোমান সিফাত, জয়নাল আবেদীন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm