সিএমপির হুমায়ুন, রেলের এসপিসহ চট্টগ্রাম পুলিশের তিন কর্তার হঠাৎ বদলি

মাত্র ৪ মাস ৭ দিনের মাথায় চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) শাকিলা সুলতানাকে একই পদে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।

১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই আদেশে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রিয়াজুল হককে পুলিশ টেলিকম ইউনিটে বদলি করা হয়েছে।

শাকিলা সুলতানা ২০২২ সালের ১১ আগস্ট বন্দর জোনে যোগদান করেন। এর আগে তিনি সিএমপির ট্রাফিক ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক যুগ পর তিনি ক্রাইম বিভাগে কাজ করার সুযোগ পান।

বন্দর জোনের ইপিজেড, কর্ণফুলী, পতেঙ্গা ও বন্দর থানার আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।

সিএমপি দক্ষিণ জোনে দায়িত্ব নেওয়ার পর তিনি সদরঘাট, কোতোয়ালী, বাকলিয়া ও চকবাজার থানার অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ক্লুলেস হত্যাকাণ্ডসহ নানা গুরুত্বপূর্ণ মামলায় দ্রুত আসামি শনাক্ত ও গ্রেপ্তারে তিনি সফল হয়েছেন।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm