চার দিন ধরে অসহায় ভেসে থাকা, তীব্র ক্ষুধা আর মৃত্যুভয়ের আঁধারে ঢেকে গিয়েছিল ১৭ জেলের জীবন। বিকল ট্রলার, নিঃশেষ খাবার আর নেই কোনো যোগাযোগ। তাদের সবারই মনে হচ্ছিল শেষ সময় এসে গেছে। ঠিক সেই মুহূর্তে, এক ঝলক নেটওয়ার্ক আর একটি ফোন কল খুলে দেয় জীবনের দরজা। কোস্টগার্ডের হটলাইনে সেই কলেই পাল্টে যায় সবকিছু।
কোস্টগার্ড জানিয়েছে, সমুদ্রে ভাসতে থাকা এফবি মাসুদা শাহীন নামের সেই বিকল ফিশিং বোটে থাকা ১৭ জেলেকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উদ্ধার করা হয়।
তথ্য নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ৩১ আগস্ট সমুদ্রে যায় বোটটি। ৭ সেপ্টেম্বর হঠাৎ শ্যাফট নষ্ট হয়ে মাঝ সমুদ্রে ভেসে থাকতে থাকে জেলেরা। নেটওয়ার্ক না থাকায় টানা চারদিন আটকে ছিলেন তারা।
অবশেষে বুধবার (১০ সেপ্টেম্বর) এক জেলের মোবাইলে নেটওয়ার্ক ধরা পড়লে তারা জরুরি নম্বর ১৬১১১ নম্বরে ফোন করেন। এরপর বৃহস্পতিবার সকাল ৯টায় কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ অভিযান চালিয়ে জেলেদের বোটসহ উদ্ধার করে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘জেলেদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে। পরবর্তীতে মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’