বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশন নতুন কমিটির অভিষেক

বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম ক্লাবের অডিটোরিয়ামে চাটগাঁর ঐতিহ্যবাহী মেজবান উৎসবের মধ্যদিয়ে এ আয়োজন করা হয়।

নতুন সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিসিএস সেলিম চৌধুরী, নগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত আজম খাজা, সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান, বিএনপি নেতা এসকে খোদা তোতন এবং রেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম আর মঞ্জু।

সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, নুরুল করিম, কৃষ্ণ প্রাসাদ দাশ গুপ্ত, খন্দকার গোলাম কিবরিয়া, মো. সিরাজুল ইসলাম এবং আহসান কবির নোমান।

আরও ‍উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এনায়েত কবির ও আনোয়ার হোসেন পাটোয়ারি বাবুল, কোষাধ্যক্ষ মাসুদ হোসেন, পরিচালকদের মধ্যে—জাকির হোসেন, শাহিন হোসেন, আরিফুর রহমান, জাহিদুল হক জাহিদ, এ কে এম মাহফুজুর রহমান পিপলু, খন্দকার তারিকুল ইসলাম এবং মঈনুল আহসান রাসেল।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনকে এগিয়ে নেওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ রেলওয়ের লোকো, ক্যারেজ ও ওয়াগন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ক্রয় প্রক্রিয়া স্বাভাবিক রাখার আহ্বান জানান।

ksrm