চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় প্রাণ হারিয়েছেন জাহেদা বেগম নামে এক গৃহবধূ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাহেদা বেগম (৪৫) উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, জাহেদা বৃহস্পতিবার সকালে অসুস্থ ভাগিনাকে দেখতে চট্টগ্রামের বহদ্দারহাট শমশের পাড়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। সিএনজি অটোরিকশা করে ভেল্লাপাড়া এলাকায় পৌঁছে তিনি মহাসড়কের পাশে শহরমুখি বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় পটিয়া থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মিনি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে পাশে দাঁড়ানো জাহেদা বেগমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন আরও তিনজন।
দুর্ঘটনার পর পটিয়া হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রথমে তার পরিচয় না পাওয়া গেলেও বিকেল ৩টার দিকে নিহতের স্বামী আলী ইমরান মরদেহ শনাক্ত করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়। রাতে কৈয়গ্রাম এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
পটিয়া হাইওয়ে থানার ওসি মো. জসীম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এএইচ/ডিজে