বায়েজিদে চলছিল কিশোরীর বিয়ের আয়োজন, অতঃপর…

চট্টগ্রাম নগরীর বায়েজিদে চলছিল এক কিশোরীর বিয়ের জমকালো আয়োজন। বরপক্ষের লোকজনদের সামলাতে ব্যস্ত সময় পার করছিল কনেপক্ষের লোকজন। কিন্তু এর মধ্যে গিয়ে হাজির হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অতিথি হিসেবে নন, তিনি এসেছিলেন একটি ভলান্টিয়ার সংগঠনের অভিযোগে পেয়ে। অভিযোগ ছিল, বিয়ের পিঁড়িতে বসা কিশোরীর বয়স মাত্র ১৪ বছর। তাই বাল্যবিয়ের দায়ে মেয়ের পরিবারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বায়েজিদের রুবি গেট এলাকায় বার্মা কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বার্মা কলোনির একটি বাড়িতে বিয়ে উপলক্ষে জমকালো আয়োজন চলছিল। দুপুরের দিকে বরপক্ষ আসলে ব্যস্ত হয়ে পড়ে কনেপক্ষের লোকজন। ওই সময় ই-মেইল পেয়ে একটি ভলান্টিয়ার সংগঠনের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে কিশোরীর বয়স যাচাই-বাছাই করে দেখেন, মেয়ের বয়স কম। তাই কনের পরিবারকে সতর্ক করে ২০ হাজার জরিমানা ও আইন না ভাঙ্গার শর্তে মুচলেকা নেওয়া হয়। একইসঙ্গে ১৮ বছর না হওয়া পর্যন্ত তাদের আলাদা থাকার নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বলেন, একটি ভলান্টিয়ার সংগঠনের মাধ্যমে খবর পেয়ে এখানে এসে দেখি বিয়ের আয়োজন চলছে। কাগজপত্র যাচাই-বাছাই করে দেখে প্রমাণ হয় মেয়ের বয়স কম। তাই তাঁদের জরিমানা ও আইন না ভাঙ্গার শর্তে মুচলেকা নেওয়া হয় এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত আলাদা থাকার নির্দেশ দেওয়া হয়।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm